অদ্য ১৭/১০/২০১৯ তারিখ দুপুর ১২.৩০ টায় জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন পরিষদ কার্যালয় ও গ্রাম আদালত পরিদর্শন করেন জেলা প্রশাসক, সুনামগঞ্জ জনাব মোহাম্মদ আব্দুল আহাদ। এসময় তিনি পাটলী ইউনিয়ন ডিজিটাল সেন্টার দর্শন করেন এবং পাটলী ইউনিয়ন ডিজিটাল সেন্টারে ব্যাংক এশিয়ার শাখা উদ্বোধন করেন। এরপর তিনি ইউনিয়ন মুক্তিযুদ্ধ জাদুঘর ও লাইব্রেরি এবং আইসিটি প্রশিক্ষণ কেন্দ্র দর্শন শেষে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে গণশুনানি গ্রহণ করেন। পরিদর্শনকালে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহফুজুল আলম মাসুম, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার জনাব মোঃ রিফাতুল হক, জনাব মোঃ সম্রাট হোসেন, জনাব আব্দুস সালাম,ক্লাস্টার হেড এজেন্ট ব্যাংকিং,সিলেট। হেড অফ ব্যাংক এশিয়া জগন্নাথপুর শাখার আশীষ কুমার সরকার,মোঃ আরিফুল ইসলাম ও রবিউল ইসলাম এ.আর.ও ব্যাংক এশিয়া,জগন্নাথপুর শাখা এবং পাটলী ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস