সমাজসেবাবিষয়ক:-
পাটলী ইউনিয়ন পরিষদ বিভিন্ন সমাজ সেবা মূলক কাজকর্ম করে যাচ্ছে যেমন:-
১। মহিলাদের স্বাবলম্বী করতে মহিলাদের আর্থসামাজিক অবস্থার উন্নতি করতে ১০ জন বেকার শিক্কিত মহিলাদের প্লেক্সিলোড সীম বিতরন করেছে।
২। ডিজিটাল বাংলাদেশ করতে কম্পিউটার প্রশিক্ষণ কর্মসুচী চালু করেছে।
৩। মেরয়দের স্বর্নিভর করতে ২০১২-২০১৩ অর্থ বছরে সেলাই প্রশিক্ষণ কর্মসুচী চালু করেছে।
৪। এলাকার ছেলে -মেয়েদের লেখা পড়ার হার বৃদ্ধি করতে GPA 5 প্রাপ্ত ছাত্র- ছাত্রীদের পুরষ্কার প্রদানের ব্যবস্থা চালু করেছে। এ ছাড়া প্রতি বছর আন্ত: ইউনিয়ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্টান করে আসছে।
৫।যৌতুক কে না বলুন, বাল্য বিবাহ পরিহার করুন এর স্বাক্ষরতা অভিযান চালু করেছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS